মৌলভীবাজার শহরের একটি আবাসিক এলাকা থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) রাত ৮ টার দিকে শহরের গীর্জাপারাস্থ ভাড়ার বাসার ভিতর থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,সুমন দীর্ঘদিন যাবত এখানে ভাড়া থাকেন সুমনকে তিন চারদিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন পুরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হৃদরোগী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্ত করা হবে।