মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। শনিবার দুপুর থেকে প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে শত শত শ্রমিক শনিবার দুপুরে দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করে। উত্তজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোন যানবাহন চলাকাল করতে দেয়নি। দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারনে প্রচন্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ওভারটাইমসহ বিভিন্ন দাবি পেশ করেন। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে শ্রমিকরা বিকাল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়। জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুইজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অনেক শ্রমিক বাসা ভাড়া দিতে পারছেনা। অতিকষ্টে চলছে তাদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে পেরিছি।
সংবাদ শিরোনাম :
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- ৪২
জনপ্রিয় সংবাদ