Sylhet ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মণিপুরী নৃত্যে নানা আয়োজেনে সম্পন্ন হল যুব ফোরামের যুব উৎসব ২০২৫

মণিপুরী নৃত্যে নানা আয়োজেনে সুনামগঞ্জের যুব ফোরাম সদস্যদের অংশগ্রহনে সম্পন্ন হল যুব ফোরামের যুব উৎসব ২০২৫ ।
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে গড়বো সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা যুব উৎসব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে জেলার ১২ উপজেলা থেকে প্রায় সাড়ে তিনশ’ যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন।
সকাল বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন শেষে শান্তি ও সম্প্রীতি রক্ষায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এসে আলোচনায় সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ যুব উন্নয়নের উপ পরিচালক শাহ নুর আলম,সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম’র সভাপতি সঞ্চিতা চৌধুরী।
দিন ব্যাপী অনুষ্ঠানে ও আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মুনমুন চৌধুরী, সদস্য এন্ডু সলেমার, অ্যাডভোকেট মতিয়া বেগম প্রমুখসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপীঅনুষ্ঠানমালায় মণিপুরী নৃত্য,স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা,সঙ্গীত পরিবেশন, গণতন্ত্র, সুশাসন ও সম্প্রীতি বিষয়ে নাটক,পটগান প্রদর্শনী,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

মণিপুরী নৃত্যে নানা আয়োজেনে সম্পন্ন হল যুব ফোরামের যুব উৎসব ২০২৫

প্রকাশের সময় : ০১:৪২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

মণিপুরী নৃত্যে নানা আয়োজেনে সুনামগঞ্জের যুব ফোরাম সদস্যদের অংশগ্রহনে সম্পন্ন হল যুব ফোরামের যুব উৎসব ২০২৫ ।
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে গড়বো সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা যুব উৎসব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে জেলার ১২ উপজেলা থেকে প্রায় সাড়ে তিনশ’ যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন।
সকাল বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন শেষে শান্তি ও সম্প্রীতি রক্ষায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে এসে আলোচনায় সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ যুব উন্নয়নের উপ পরিচালক শাহ নুর আলম,সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম’র সভাপতি সঞ্চিতা চৌধুরী।
দিন ব্যাপী অনুষ্ঠানে ও আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মুনমুন চৌধুরী, সদস্য এন্ডু সলেমার, অ্যাডভোকেট মতিয়া বেগম প্রমুখসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপীঅনুষ্ঠানমালায় মণিপুরী নৃত্য,স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা,সঙ্গীত পরিবেশন, গণতন্ত্র, সুশাসন ও সম্প্রীতি বিষয়ে নাটক,পটগান প্রদর্শনী,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।