বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার ২৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে দেলোয়ার হোসাইনকে আহ্বায়ক, তামিম আহমেদকে সদস্য সচিব, হাসান আহমদ চৌধুরী মাজেদকে মুখ্য সংগঠক ও মোঃ আলী রিয়াদকে মুখপাত্র হিসেবে রাখা হয়েছে।
কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করে লিখা হয় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “সিলেট মহানগরের” আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য অনুমোদিত হলো”
কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসাইন বলেন,
আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ নিয়ে জানাই, আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই গুরুদায়িত্ব প্রদান করার জন্য আমি সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে শিক্ষা, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর ও সাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।আমাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এটি সকলের অধিকার নিশ্চিত করার জন্য একটি ন্যায়সঙ্গত প্রয়াস। আমি বিশ্বাস করি, একতা, সচেতনতা ও সংগ্রামের মাধ্যমে আমরা একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।
পাশাপাশি তিনি সকলের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করে বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলি।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১৯ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ২৩ জন। সংগঠক ৩০ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২০৩ জন।