ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি আরও জানান, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নিতে চেয়েছিলেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।