নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। এছাড়া দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। নির্বাচনের তফশীল অনুযায়ী- ৪ জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এছাড়া দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যু বরণ করেন। ফলে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধার।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এমদাদুল হক স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৭ জুন) এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ জুলাই পর্যন্ত নির্বাচনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন।
রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাছাই করবেন ৫ জুলাই। আর ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন