Sylhet ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন করে বিজিপি সদস্য অনুপ্রবেশের অপেক্ষায় ,সর্তক বিজিবি

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরো সদস্য বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তে সতর্কাবস্থায় আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে মিয়ানমারের সরকারি সেনা, বিজিপির সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সশস্ত্র সংঘাত কিছুটা কমেছে।

তবে অনুপ্রবেশ ঠেকাতে ওই সীমান্তে বিজিবি জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, সরকার নাইক্ষ্যংছড়িসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছে। 

স্থানীয় সূত্রগুলো বলছে, ওপারে বিদ্রোহী আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে বিজিপির ২ নম্বর সেক্টরের প্রায় ২০০ জওয়ান জামছড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এমন অবস্থায় নতুন করে মিয়ানমারের বিজিপি সদস্যদের অনুপ্রবেশ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের জামছড়ি, লেম্বুছড়ি ও পাইনছড়ি সীমান্তে বিজিবি কড়া সতর্ক অবস্থান নিয়েছে।

সীমান্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রধান শহর ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহীরা। ফলে সরকারের অনুগত পক্ষের সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো উপায় নেই।

এক সপ্তাহ আগে গত সোমবার জামছড়ি সীমান্ত দিয়ে যে ১৭৭ জন প্রবেশ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে সেনা সদস্য এমনকি জান্তা সরকারের বহুল সমালোচিত অধিনায়করাও আছেন।

 

তাঁদের কঠোর নিরাপত্তার মধ্যে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তবে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে-তারেক জিয়া

নতুন করে বিজিপি সদস্য অনুপ্রবেশের অপেক্ষায় ,সর্তক বিজিবি

প্রকাশের সময় : ০৫:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরো সদস্য বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তে সতর্কাবস্থায় আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে মিয়ানমারের সরকারি সেনা, বিজিপির সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সশস্ত্র সংঘাত কিছুটা কমেছে।

তবে অনুপ্রবেশ ঠেকাতে ওই সীমান্তে বিজিবি জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, সরকার নাইক্ষ্যংছড়িসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছে। 

স্থানীয় সূত্রগুলো বলছে, ওপারে বিদ্রোহী আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে বিজিপির ২ নম্বর সেক্টরের প্রায় ২০০ জওয়ান জামছড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এমন অবস্থায় নতুন করে মিয়ানমারের বিজিপি সদস্যদের অনুপ্রবেশ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের জামছড়ি, লেম্বুছড়ি ও পাইনছড়ি সীমান্তে বিজিবি কড়া সতর্ক অবস্থান নিয়েছে।

সীমান্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রধান শহর ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহীরা। ফলে সরকারের অনুগত পক্ষের সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো উপায় নেই।

এক সপ্তাহ আগে গত সোমবার জামছড়ি সীমান্ত দিয়ে যে ১৭৭ জন প্রবেশ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে সেনা সদস্য এমনকি জান্তা সরকারের বহুল সমালোচিত অধিনায়করাও আছেন।

 

তাঁদের কঠোর নিরাপত্তার মধ্যে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তবে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।