সিলেট নগরীর তালতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে তালতলার আর্ট সাইনের গোদামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে তালতলার হোটেল গুলশানের সামনে থেকে প্রচুর ধোয়া উড়তে দেখা যায়। সাথে সাথে ফায়ার সার্ভসে খবর দিলে তারা এসে পার্শবর্তী আর্ট সাইনের গোদামে আগুনের সুত্রপাত দেখতে পায়।
পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো: বেলাল হোসেন বলেন- ‘মঙ্গলবার বিকাল চারটার দিকে আগুনের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমাদের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।