সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুন ও বহনকারী একটি টাটা পিকআপসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সীমান্তের ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর নিজাম উদ্দিনের বাগানবাড়ি সংলগ্ন রাস্তার উপর এ অভিযান চালানো হয়। ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান ও মোহন রায়। উদ্ধার হওয়া জব্দকৃত ১৪৬ বস্তায় ২৫৫৫ কেজি রসুনের মূল্য ৫ লাখ ১১ হাজার টাকা।
আটককৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার খাদিম নাগর ইউনিয়নের কান্দিরপথ গ্রামের সুরুজ মিয়ার পুত্র আনু মিয়া এবং একই জেলার গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র নুরুজ্জামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া মালামাল জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।