Sylhet ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ এলাকা কুলাউড়ায় ফিরলেন সাংবাদিক ভূট্রো

  • ভিশন ডেস্ক ::
  • প্রকাশের সময় : ১২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৯

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ এলাকা কুলাউড়ায় আসলেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো।

১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঢাকা থেকে পারাবত ট্রেন যোগে কুলাউড়ায় ফিরলে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সাংবাদিকরা। এসময় তাঁকে বরণ করতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা যুবদলের সভাপতি জুবের খাঁন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সারোয়ার আলম বেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, সাংবাদিক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা বিএনপির সেচ্ছা-বিষয়ক সম্পাদক সুরমান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপুসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সাংবাদিক ভুট্টো কুলাউড়ায় থাকাকালীন সময়ে বিভিন্ন সাংবাদপত্রে লেখালেখিতে যুক্ত ছিলেন। জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজে কাজ করার সময় এর সম্পাদক একরামুল হক গ্রেপ্তারের পর লন্ডনে যান ভুট্টো। শীর্ষ নিউজে একটি সংবাদ প্রকাশের পরই ভুট্টোকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আরব আমিরাতে বিলিয়ন ডলারের আবাসিক প্রকল্প নিয়ে লন্ডন বাংলা চ্যানেলে ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর হাছান মাহমুদ তার আত্মীয়কে দিয়ে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলা এখন বিচারাধীন। আয়নাঘর নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাক্ষাৎকার প্রচার করে দেশ-বিদেশে আলোড়ন তৈরি করেন ভুট্টো।

লন্ডন থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ লিখতেন তিনি। তার ফেসবুক, টুইটার আইডি বন্ধ করে সরকারের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল। লন্ডনে বসে সরকারকে নিয়ে কনটেন্ট প্রচারের কারণে ২০২২ সালের অক্টোবর মাসে মৌলভীবাজারের কুলাউড়া গ্রামের বাড়ি থেকে তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করা হয়।

সাংবাদিক ভুট্টো বলেন, বিগত ১৫ বছর দেশে স্বৈরাশাসক থাকায় তিনি দেশে আসতে পারেন নি। নির্বাসিত এ সময়ে বাবা-মা ও শ্বশুর-শাশুড়ি হারিয়েছেন কিন্তু দেশে আসতে পারেননি। ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন হওয়ায় দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। তাই তিনি নির্ভয়ে দেশে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ এলাকা কুলাউড়ায় ফিরলেন সাংবাদিক ভূট্রো

প্রকাশের সময় : ১২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ এলাকা কুলাউড়ায় আসলেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো।

১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঢাকা থেকে পারাবত ট্রেন যোগে কুলাউড়ায় ফিরলে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সাংবাদিকরা। এসময় তাঁকে বরণ করতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা যুবদলের সভাপতি জুবের খাঁন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সারোয়ার আলম বেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, সাংবাদিক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা বিএনপির সেচ্ছা-বিষয়ক সম্পাদক সুরমান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপুসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সাংবাদিক ভুট্টো কুলাউড়ায় থাকাকালীন সময়ে বিভিন্ন সাংবাদপত্রে লেখালেখিতে যুক্ত ছিলেন। জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজে কাজ করার সময় এর সম্পাদক একরামুল হক গ্রেপ্তারের পর লন্ডনে যান ভুট্টো। শীর্ষ নিউজে একটি সংবাদ প্রকাশের পরই ভুট্টোকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আরব আমিরাতে বিলিয়ন ডলারের আবাসিক প্রকল্প নিয়ে লন্ডন বাংলা চ্যানেলে ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর হাছান মাহমুদ তার আত্মীয়কে দিয়ে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলা এখন বিচারাধীন। আয়নাঘর নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাক্ষাৎকার প্রচার করে দেশ-বিদেশে আলোড়ন তৈরি করেন ভুট্টো।

লন্ডন থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ লিখতেন তিনি। তার ফেসবুক, টুইটার আইডি বন্ধ করে সরকারের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল। লন্ডনে বসে সরকারকে নিয়ে কনটেন্ট প্রচারের কারণে ২০২২ সালের অক্টোবর মাসে মৌলভীবাজারের কুলাউড়া গ্রামের বাড়ি থেকে তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করা হয়।

সাংবাদিক ভুট্টো বলেন, বিগত ১৫ বছর দেশে স্বৈরাশাসক থাকায় তিনি দেশে আসতে পারেন নি। নির্বাসিত এ সময়ে বাবা-মা ও শ্বশুর-শাশুড়ি হারিয়েছেন কিন্তু দেশে আসতে পারেননি। ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন হওয়ায় দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। তাই তিনি নির্ভয়ে দেশে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।