উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিরাইয়ে প্রদীপ রায় ও শাল্লায় অবনী মোহন দাস জয়ী হয়েছেন।
ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯০৬ ভোট।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিস্কৃত) গোলাপ মিয়া আনারস প্রতীকে ১৪ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।
দিরাইয়ে বিজয়ী প্রদীপ রায় ও নিকটতম প্রতিদ্বন্দ্বি রঞ্জন রায়’র ব্যক্তিগত ফলাফল কেন্দ্র থেকে একই তথ্য পাওয়া গেছে। তবে উপজেলা নির্বাচন অফিস এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত নয় টা) কাউকে বিজয়ী ঘোষণা করে নি।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবিএম মুনসুর সুদীপ নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৬০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সল আহমদ পেয়েছেন ১৮ হাজার ৫০১ ভোট।
শাল্লার ৩৭ কেন্দ্রের ফলাফল অনুযায়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস জয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির সভাপতি (বহিস্কৃত) গনেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো. এনামুল কবির জানিয়েছেন, অবনী মোহন দাস এগিয়ে রয়েছেন তিনিও জেনেছেন। তাঁর হাতে (রাত নয়টা পর্যন্ত) অফিসিয়েলি সকল কেন্দ্রের ফলাফল আসে নি। সব কয়টি কেন্দ্রের ফলাফল পাবার আগে অফিসিয়েলি কাউকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না বলে জানান তিনি।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী অপু বিজয়ী হয়েছেন। নিকটতম হয়েছেন কালী পদ রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শর্বরী মজুমদার বিজয়ী ও নিকটতম হয়েছেন আলপিনা আক্তার।