সিলেট জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সদরে বন্যার্থদের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বন্যার্থদের খোজ খবর রাখছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি স্তরের মানুষকে তিনি গুরুত্ব দিয়ে সবার জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। মহামারি করোনাভাইরাসের কারণে দেশ যখন অস্থিতিশীল হয়ে পড়েছিল, তখনও শেখ হাসিনা সাহসী ভূমিকা পালন করে গেছেন। শুধু তাই নয়, বন্যাকবলিত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। যাতে দরিদ্র মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন।
জেলা পরিষদের সদস্য সুবাস দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, মহিলা সদস্য তামান্না নাজমুল হেনা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুকমান সিকদার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম প্রমুখ।