মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম কালাকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের মনই মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এস আই মোস্তফা কামাল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কালার এক সহযোগিকে চিহ্নিত করেন। তার দেয়া তথ্য মতে এলাকাবাসীকে সাথে নিয়ে মনই মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ-জনতার উপস্থিতি টের পেয়ে ঘরের ছাদে আশ্রয় নিয়ে টিন খুলে পালিয়ে যাবার চেষ্টা করে কালা। এক পর্যায়ে মোস্তফা কামাল তাকে গুলির ভয় দেখান। পরে মই বেয়ে ছাদে উঠে তাকে আটক করে থানায় নিয়ে যান। কালাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।
উল্লেখ্য, ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম কালারৈ বিরুদ্ধে অভিযোগ উঠে, গত ৪ মার্চ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে ‘ধর্ষণ’ করেন। পরবর্তীতে জুড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করে। কালাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন করা হয়।
জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, তার বিরুদ্ধে জুড়ী থানায় দুইটি ধর্ষণ, একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় ৫ টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরো একটি মামলা রয়েছে।