সিলেট মহানগরীতে সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও অতিরিক্ত ভাড়া নেয়াকে কেন্দ্র করে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ দফায় দফায় প্রায় দেড় ঘণ্টা চলে।
এতে দু’পক্ষের প্রায় ২৫ থেকে ৩০ জ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া প্রায় বিশটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দরবাজার এলাকায় পুলিশ অবস্থান করছে ও পরিস্থিতি শান্ত রয়েছে।
এছাড়াও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।