সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের সিচনীতে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম, নাইমসহ সংঘবদ্ধ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছুরিকাঘাতে নিহত নোমান মাহমুদ রুমন (৪০) এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ জুন) বিকাল ৬ টায় উপজেলার সিচনি এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিহত রুমনের জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে গোষ্ঠীও কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত জনসাধারণ ও এলাকাবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি ও তার ছেলেসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময় তারা ” ফাসি চাই, ফাসি চাই, সন্ত্রাসীদের ফাসি চাই”এরকম নানা স্কোগান দেন। এদিকে নোমান মাহমুদ রুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রুমনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। মা বাবাহীন রুমনের সংসারে স্ত্রী ও এক ছোটমেয়ে আছে। ৪ বোনের সবাই ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে বারবার মুর্ছা যাচ্ছেন। তারা পরিকল্পিত এই হত্যাকান্ডের দ্রুত বিচার ও আসামীদের ফাসি চান।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় শান্তিগঞ্জের সিচনী এলাকায় ইউপি চেয়ারম্যান সুফির ছেলে সহ তাহার গোষ্ঠীর কয়েকজন সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন নোমান মাহমুদ রুমন। এ ঘটনার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন সাবেক মেম্বার পায়েল আহমদ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি হত্যাকারীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।