সুনামগঞ্জের জগন্নাথপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ৫০/৬০ জনকে আসামী করে দায়েরকৃত নাশকতা মামলায় এ পর্যন্ত জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার আলখানারপাড় গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, হবিবপুর গ্রামের আলী আহমদ, আলী হোসেন, কলকলিয়া এলাকার সুলেমান মিয়া ও চিলাউড়া গ্রামের সাইফুল ইসলাম।
জানা গেছে, দেশ ব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশ বাদী হয়ে ৫০/৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত কয়েক দিনে পুলিশের অভিযানে জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে জগন্নাথপুরের বিশিষ্ট সজ্জন ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলালকে গ্রেফতাররে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেশনরা অনেকে জামাল উদ্দিন বেলালকে গ্রেফতারে নিন্দা জানিয়ে, অবিলম্বে নি:শর্ত মুক্তি কামনা করেছেন।
গ্রেফতারকৃতদের ইতোমধ্যে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম তা নিশ্চিত করেন।