স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ড্রাম দিয়ে ভাসমান ফেরি চালু করেছে সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটি।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (সুজাখালি) খালের ওপর ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিন ও ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ অর্থায়নে ড্রামের তৈরি ভাসমান এ ফেরির উদ্ধোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা।
ইজমা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফাহিম আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জিবান মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, সোসাইটির উপদেষ্টা কামাল উদ্দিন, গোলাম আবদাল, আব্দুল মুকিদ, জিতু মিয়া, মুজাহিদ খাঁন, সোসাইটির আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী নানু মিয়া, অর্থ সম্পাদক জালাল আহমদ, সহঅর্থ সম্পাদক মুজাক্কির খান, সাংগঠনিক সম্পাদক মাসুম খাঁন, অলিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আসাব মিয়া, রহিম খাঁন, ফরিদ মিয়া, সমসুল হক, ফটিক মিয়া, মির্জা রিপন মিয়া, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু মিয়া, প্রচার সম্পাদক আবু হাসান, সহপ্রচার সম্পাদক মির্জা নাজমুল, সদস্য জাহাঙ্গীর আলম, স্বপন মিয়া, মির্জা রুমেন, মান্না মিয়া, সাজন মিয়া, রাব্বী মিয়া, আজহার মিয়াসহ সংগঠনের সদস্য বৃন্দ।