ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার। এদিন দুই উপজেলার দুইজন চেয়ারম্যান প্রার্থী মনোনযনপত্র প্রত্যাহার করেছেন।
ছাতকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. ফজলুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে দোয়ারাবাজারে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ নেতা মো. চাঁন মিয়া।
এর আগে ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির যুগ্ম আহবায়ক ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু’র মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
প্রসঙ্গত, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন মিয়া, আওয়ামী লীগ নেতা আমজাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ আলী, আওয়ামী লীগ নেতা মো. আওলাদ আলী রেজা।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তবে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিন, বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম।
১৩ মে সোমবার প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৯ মে এই দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ শিরোনাম :
ছাতক-দোয়ারায় দুজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার
- ছাতক প্রতিনিধি::
- প্রকাশের সময় : ০১:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- ৬১
জনপ্রিয় সংবাদ