ছাতকে বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তাকিম (২২) নামের এক বেসরকারি বিদ্যুত শ্রমিক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের সূফিনগর এলাকায় এই ঘটনা ঘটে। মোস্তাকিম কালারুকা ইউনিয়নের রায়ত গ্রামের শাহ আব্দুল কাদিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সূফিনগর এলাকায় বৈদ্যুতিক কাজ করতে একটি খুঁটিতে উঠেছিল মোস্তাকিম। এসময় বিদ্যুতের লাইন বন্ধ করে খুঁটিতে কাজ করছিল সে। কাজ শেষ হলেও সে খুটিতে থাকা অবস্থায় বিদ্যুত লাইন চালু চালু করে দেয়া হয়। এতে বিদ্যুৎস্পৃষ্টে খুটিতেই আটকে যায় সে। পরে লাইন তাৎক্ষণিক বন্ধ করে খুঁটি থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মোস্তাকিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তার পুরো শরীরের চামড়া পুড়ে গেছে।
সংবাদ শিরোনাম :
ছাতকে বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন আহত
-
সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ১১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- ১১৬
জনপ্রিয় সংবাদ