Sylhet ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের দুই নির্মাণ শ্রমিক নিহত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত দুজন সম্পর্কে শ্যালক- দুলাভাই। আজ শনিবার (৪ মে) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ডুমুরার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আবু সুফিয়ান (২৭)।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি   শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হয় এবং ১২জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পিকআপে থাকা আরো ১১জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি শপথ অনুষ্ঠিত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের দুই নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত দুজন সম্পর্কে শ্যালক- দুলাভাই। আজ শনিবার (৪ মে) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ডুমুরার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আবু সুফিয়ান (২৭)।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি   শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হয় এবং ১২জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পিকআপে থাকা আরো ১১জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।