হবিগঞ্জের চুনারুঘাটে আমের গাছে গাছে শোভা পাচ্ছে মুকুল। এলাকার বাসা বাড়ির আশপাশে ছোট বড় প্রায় সকল গাছে ঝুলছে আমের মুকুল।
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমের মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুভাষিত পাগল করা ঘ্রাণ।
সংবাদকর্মী শংকর শীল বলেন, ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।
কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছে, এ বছর শীতের প্রভাব আর আবহাওয়া অনুকূলে আম গাছগুলোতে মুকুল ছেয়ে গেছে। বাসা বাড়ির আশপাশ, বিভিন্ন বাগানে এখন মুকুলের মৌ মৌ গন্ধ। এ যেন যে কারও প্রাণ জুড়িয়ে যাবে। কোনো গাছ থেকে ক্ষুদ্র আকারে মুকুল বের হচ্ছে, আবার কোনো গাছে পরিপূর্ণ মুকুল এসে গেছে এবং অনেক গাছেই আমের গুটি উঁকি দিয়েছে।