সিলেটের গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্র খোলে দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) দুপুর থেকে সকল পর্যটন কেন্দ্র খোলে দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তাঘাট বিছিন্ন হয়ে পড়ে। তার মধ্যে ঈদুল আযহাকে কেন্দ্র করে ছুটিতে অনেক পর্যটন সিলেটে ঘুরতে আসে। সেই সকল পর্যটকদের কথা ভেবে গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য গত (১৮ জুন) গোয়াইনঘাট উপজেলাধীন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে। তবে সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে ভিড় করতে শুরু করে পর্যটকেরা। সে জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেন।
ট্যুরিস্ট পুলিশ জানায়, প্রকৃতি পরিবেশ সাথে জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সকল বোট মালিক, নৌ চালক-মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট এর ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।
জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে জাফলং ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে গত ২১ জুন এবং ২২ জুন দুই দফা জাফলং ট্যুরিস্ট স্পট পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এবং আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাফলং নদীর পানির পরিমাণ ও স্রোত বিবেচনায় গত দুই দিন( ২১-২২ জুন) পর্যটন স্পট চালু করার জন্য পর্যটন ব্যবসায়ী, নৌকা চালক-মালিক, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করে।