Sylhet ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিকে ব্রাজিলিয়ান তারকা ভিনির অভিনন্দন

  • ভিশন ডেস্ক ::
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১৩০

 

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না হেরে শিরোপা জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল।

 

 

গ্রুপ পর্ব এবং সুপার এইটে ব্যর্থ হলেও ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বিরাট কোহলি। জিতেছেন ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

 

 

বিশ্বকাপের শিরোপা জেতায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

 

 

একই দিনেই দুই তারকার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই দুই তারকার পারফরম্যান্সে আরও একটি জায়গায় মিল রয়েছে। গত দুবছর রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়াচ্ছেন ভিনি।

 

 

গত মৌসুমে ছিলেন আরও বেশি দীপ্তিময়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে গোল করেছেন ২৪টি আর ১১টি অ্যাসিস্ট। স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আছেন ব্যালন ভি’অর জয়ের দৌড়ে। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে বেশ রংহীন তার পারফরম্যান্স। ৩১ ম্যাচে করেছিলেন মাত্র ৩ গোল।

 

 

তবে বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) সকালে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করেন ভিনি। সে ম্যাচে সেলেসাওরা জয়লাভ করে ৪-১ গোলের ব্যবধানে। জেতেন ম্যাচসেরার পুরস্কার।

 

 

এবারের বিশ্বকাপে কোহলির অবস্থা ছিল প্রায় একই। আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৭০৮। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। এক সেঞ্চুরির সঙ্গে ছিল পাঁচ হাফসেঞ্চুরি। বিশ্ব মঞ্চে এই ফর্মটা ধরে রাখতে পারেননি তিনি।

 

 

 

এর আগে ৭ ম্যাচে ৭৫ বলে ৭৫ রান করেছিলেন বিরাট কোহলি। তবে ফাইনালে খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৪৮ বলে করেন ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৬ রানে আউট হন কোহলি।

 

 

৬ বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান কোহলি। ফাইনাল সেরার পুরস্কার হাতে নিয়ে অবসরের ঘোষণা দেন কোহলি। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রফি নিয়ে দলগত উল্লাসের একটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি।

 

 

সেখানে কমেন্ট করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ আগুনের ইমোজি দেন রিয়াল মাদ্রিদ তারকা, যা কোহলিসহ ভারতীয় দলকে অভিনন্দন জানানোর প্রতীক।

 

 

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। ১৭ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতে অবসরের ঘোষণা দেন তিনি।

 

 

১২৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৮.৬৯ গড়ে রান করেছেন ৪১৮৮। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একমাত্র সেঞ্চুরি করেন গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

কোহলিকে ব্রাজিলিয়ান তারকা ভিনির অভিনন্দন

প্রকাশের সময় : ০৭:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

 

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না হেরে শিরোপা জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল।

 

 

গ্রুপ পর্ব এবং সুপার এইটে ব্যর্থ হলেও ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বিরাট কোহলি। জিতেছেন ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

 

 

বিশ্বকাপের শিরোপা জেতায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

 

 

একই দিনেই দুই তারকার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই দুই তারকার পারফরম্যান্সে আরও একটি জায়গায় মিল রয়েছে। গত দুবছর রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়াচ্ছেন ভিনি।

 

 

গত মৌসুমে ছিলেন আরও বেশি দীপ্তিময়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে গোল করেছেন ২৪টি আর ১১টি অ্যাসিস্ট। স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আছেন ব্যালন ভি’অর জয়ের দৌড়ে। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে বেশ রংহীন তার পারফরম্যান্স। ৩১ ম্যাচে করেছিলেন মাত্র ৩ গোল।

 

 

তবে বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) সকালে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করেন ভিনি। সে ম্যাচে সেলেসাওরা জয়লাভ করে ৪-১ গোলের ব্যবধানে। জেতেন ম্যাচসেরার পুরস্কার।

 

 

এবারের বিশ্বকাপে কোহলির অবস্থা ছিল প্রায় একই। আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৭০৮। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। এক সেঞ্চুরির সঙ্গে ছিল পাঁচ হাফসেঞ্চুরি। বিশ্ব মঞ্চে এই ফর্মটা ধরে রাখতে পারেননি তিনি।

 

 

 

এর আগে ৭ ম্যাচে ৭৫ বলে ৭৫ রান করেছিলেন বিরাট কোহলি। তবে ফাইনালে খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৪৮ বলে করেন ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৬ রানে আউট হন কোহলি।

 

 

৬ বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান কোহলি। ফাইনাল সেরার পুরস্কার হাতে নিয়ে অবসরের ঘোষণা দেন কোহলি। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রফি নিয়ে দলগত উল্লাসের একটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি।

 

 

সেখানে কমেন্ট করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ আগুনের ইমোজি দেন রিয়াল মাদ্রিদ তারকা, যা কোহলিসহ ভারতীয় দলকে অভিনন্দন জানানোর প্রতীক।

 

 

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। ১৭ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতে অবসরের ঘোষণা দেন তিনি।

 

 

১২৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৮.৬৯ গড়ে রান করেছেন ৪১৮৮। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একমাত্র সেঞ্চুরি করেন গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে।