অথচ মেসি-রোনালদো পরবর্তী সময়ে নেইমারেরই ফুটবল জগৎ শাসন করার কথা। কিন্তু তারই ক্যারিয়ার কিনা শেষ হচ্ছে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে থেকে। চলতি মৌসুমে পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি লিগের দল আল-হিলালে। সেখানে গিয়ে মাত্র পাঁচটি ম্যাচই মাঠে নামতে সক্ষম হন তিনি।
পরে সেই শঙ্কা সত্যিতে রূপ নেয়। বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। এরপর ডিসেম্বরে তার কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এই মুহূর্তে নেইমার রয়েছেন পুনর্বাসনে। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা দ্রুতই মাঠে ফিরবেন নেইমার।
এদকে সম্প্রতি নেইমার কবে মাঠে ফিরতে পারেন এ বিষয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এ বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে তিনি বলেন, আমরা এখনও তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। আমরা যখন ৯ বা ১০ মাসে তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু তার মাঠে ফেরা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) লাসমারের হাসপাতালে মেডিকেট পরীক্ষা সম্পন্ন করেন নেইমার। পাশাপাশি মাঠে ফিরতে মরিয়া নেইমার আল হিলালের চিকিৎসক দলের পর্যবেক্ষণে পেশীর শক্তি বাড়ানোর কাজও করছেন বলে জানা গেছে। তবে কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে নেইমার মাঠে ফেরেন সেটা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।