সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘কোবাল্ট-৬০’ রেডিওথেরাপী মেশিনটি দীর্ঘ প্রায় এক মাস ধরে বিকল। সিলেট বিভাগের সর্ববৃহৎ সরকারি হাসপাতালের একমাত্র রেডিওথেরাপী মেশিনটি নষ্ট থাকায় প্রতিদিন চিকিৎসা বঞ্চিত হচ্ছেন শতাধিক ক্যান্সার রোগী।
রেডিওথেরাপী বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতি জন গুরুত্বপূর্ণ এ মেশিনটির সংস্কার বা মেরামত অথবা প্রতিস্থাপনের জন্য ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঢাকার সি.এম.এস.ডি অধিদপ্তরে চিঠি চালাচালির পাশাপাশি সরাসরি যোগাযোগ করে চলেছেন।
কিন্তু, বিষয়টির কোন সমাধান হচ্ছে না। এ অবস্থায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিকল্প উপায় খুঁজতে হচ্ছে।
ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা গেছে, মেশিনটি নষ্ট থাকায় গরিব রোগীরা প্রাইভেট চিকিৎসা কেন্দ্রেও যেতে পারছেন না। আবার ঢাকাও যেতে পারছেন না। সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।