আগামী ৮ মে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে গতকাল বুধবার ছিল মনোনয়ন পত্র (২য় পাতায় দেখুন) (১ম পৃষ্ঠার পর) যাচাই বাছাই কার্যক্রম। যাচাই বাছাই শেষে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে আজমিরীগঞ্জে তথ্য গোপন করায় ১ জন চেয়ারম্যান প্রার্থী ও ১ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে বানিয়াচং উপজেলায় কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিবপাশা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলী আমজাদ তালুকদার ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী জলসুখা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিনু মিয়া।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী আমজাদ তালুকদার মনোনয়নে মিথ্যা তথ্য প্রদান করায় এবং তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বালিত ঘোষণা করা হয়।