Sylhet ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

  • ভিশন ডেস্ক ::
  • প্রকাশের সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৩৫

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) ইসির সংশ্লিষ্ট (জারি) শাখায় এ আবেদন করেন তিনি।

 

 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, উজ্জ্বল রায় নিজেকে ‘আওয়ামী লিগ’ নামের ওই সভাপতি দাবি করেছেন। আবেদনপত্রটি ইতোমধ্যে জারি শাখায় দাখিল করা হয়েছে।

 

 

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

 

 

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

 

 

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

 

 

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, উজ্জ্বল রায় নিজেকে দলটির সভাপতি দাবি করেছেন। আমরা যে কোনো আবেদন গ্রহণ করি, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় হবে। এরইমধ্যে ‘আওয়ামী লিগ’ নামে আবেদনপত্র জমা পড়ল ইসিতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

প্রকাশের সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) ইসির সংশ্লিষ্ট (জারি) শাখায় এ আবেদন করেন তিনি।

 

 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, উজ্জ্বল রায় নিজেকে ‘আওয়ামী লিগ’ নামের ওই সভাপতি দাবি করেছেন। আবেদনপত্রটি ইতোমধ্যে জারি শাখায় দাখিল করা হয়েছে।

 

 

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

 

 

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

 

 

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

 

 

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, উজ্জ্বল রায় নিজেকে দলটির সভাপতি দাবি করেছেন। আমরা যে কোনো আবেদন গ্রহণ করি, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় হবে। এরইমধ্যে ‘আওয়ামী লিগ’ নামে আবেদনপত্র জমা পড়ল ইসিতে।