আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আগামী জুনে নিজ দেশে অনুষ্ঠেয় ২০২৪ ইউরো টুর্নামেন্ট খেলে জাতীয় দলের পাশাপাশি সব ধরণের ফুটবল থেকে সরে দাঁড়াবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে এ কথা নিজেই নিশ্চিত করেছেন ক্রুস।
সে অর্থে চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচটি রিয়েল মার্দিদের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন ক্রুস।
৩৪ বছরের এই ফুটবলারকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে রিয়াল বলেছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে টনি ক্রুস ২০২৪ ইউরোর পর পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। টনি ক্রুস, এমন এক খেলোয়াড় যিনি এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ এবং বিশ্ব ও ক্লাবের কিংবদন্তিদের একজন, তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে চায় রিয়াল মাদ্রিদ।’
২০১৪ বিশ্বকাপের পর মাদ্রিদে যোগ দেওয়া ক্রুস ১০ বছরে ৪৬৩ ম্যাচে ২২টি শিরোপা জিতেছেন। ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগা, ৪টি স্প্যানিশ সুপার কাপ ও একটা কোপা দেল রে জিতেছেন।
জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ।
রিয়ালে যোগ দেওয়ার আগে বায়ার্ন মিউনিখের হয়েও ৩টি বুন্দেসলিগা, ৩টি জার্মান কাপ, ২টি জার্মান সুপার কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ক্রুস।