Sylhet ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবো-সেনাপ্রধান

  • ভিশন ডেস্ক ::
  • প্রকাশের সময় : ০৭:২৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮

যে কোনো পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার নিজ অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেনাপ্রধান।

ড. ইউনূস সম্পর্কে সেনাপ্রধান বলেন, যে কোন পরিস্থিতিই আসুক না কেন, আমি তাঁর লক্ষ্য অর্জনে তাঁর পাশে থাকব। সাক্ষাৎকার প্রদানের সময় সামরিক পোশাকে ছিলেন ওয়াকার-উজ-জামান।

আগামী এক বছর থেকে দেড় বছরের মধ্যেই গণতন্ত্রের একটি উত্তরণ ঘটাতে হবে উল্লেখ করে এ জন্য ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে সেনাপ্রধান জানান, প্রতি সপ্তাহে তাঁরা একবার বৈঠক করেন। বিক্ষোভ পর দেশে স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন এবং সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।

সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় মন্তব্য করে সেনাপ্রধান জানান, দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে চান তিনি। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে যা মূলত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। সরকারের চলমান সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার: আইজিপি

অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবো-সেনাপ্রধান

প্রকাশের সময় : ০৭:২৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

যে কোনো পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার নিজ অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেনাপ্রধান।

ড. ইউনূস সম্পর্কে সেনাপ্রধান বলেন, যে কোন পরিস্থিতিই আসুক না কেন, আমি তাঁর লক্ষ্য অর্জনে তাঁর পাশে থাকব। সাক্ষাৎকার প্রদানের সময় সামরিক পোশাকে ছিলেন ওয়াকার-উজ-জামান।

আগামী এক বছর থেকে দেড় বছরের মধ্যেই গণতন্ত্রের একটি উত্তরণ ঘটাতে হবে উল্লেখ করে এ জন্য ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে সেনাপ্রধান জানান, প্রতি সপ্তাহে তাঁরা একবার বৈঠক করেন। বিক্ষোভ পর দেশে স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন এবং সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।

সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় মন্তব্য করে সেনাপ্রধান জানান, দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে চান তিনি। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে যা মূলত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। সরকারের চলমান সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।